প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কথা ছিলো দুজন দুজনার
আমরা কখনো যাবো না দূরে কল্পনার রেখা টেনে
তবে কেন এমন হলো প্রিয়
এই উত্তরটা জানে না রাতের নিস্তব্ধ মায়া জড়ানো প্রহরগুলো
জানে শুধু বিদীর্ণ চোখের ক্লান্তি
আর প্রান্তরের শুকনো ঘাসের প্রতিবিম্ব।
ঠিক এভাবে…… ঠিক এভাবে
এভাবেই এগিয়ে যাচ্ছে সভ্যতা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
আর ঘুন হচ্ছি আমি রাত্রির নমনীয়তা ভেদ করে বেরিয়ে এসে মৃত্যুর মুখোমুখি হতে
তুমি এখনও রাখোনি খোঁজ
সেই প্রথম দিনের মতো শীতের চাদরে রুপোলি চাঁদ
তোমার গলায় তখন নতুন নীল রঙের ওড়না
আর হাতে লাল টিপ কালো কাপড় আর দড়ি
ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতিটি সেকেন্ড যেন আমি
বহুমূল্যবান আগামী পৃথিবী আলোকিত করার জন্য
ধূসর মানচিত্র হতে হলুদ পাখির ডানা চঞ্চল
আর চঞ্চল আমার এ অদ্ভুত মন
না পাওয়ার বাসনায় হৃদয় তবুও পরিপূর্ণ নীল বেদনার ভাঁজে
কোনো এক শিল্পীর হাতে আঁকা সেই নারী
যাকে আমি চিরকাল কল্পনা করেছি তাঁকেই আজীবন ধরে ভালোবেসে আসছি
সে কি জানে এই কথাটি
শহরের দেওয়ালে শব্দের অর্থ বুঝিয়ে দিতে পারে
একপশলা বৃষ্টি কিংবা ক্ষণিকের আলাপন।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে