কপাল
408 total views
কপাল ভেঙে নেমে গেছে কপাল
কপোলের আঙিনা বেয়ে,
চোখের জল, ঠোঁটের জল
নির্বাক রয় চেয়ে,
দিনের আলো থেকে মুছে গেছে আলো,
সাঁঝের সাঁঝ রুয়েছে সাঁঝ,
জোছনাকে পিঠে নিয়ে,
আঁধার থেকে ছিটকে বেরোয়
কনকনে রাত,
কপালের রাত,
কপালের রাত।
Subscribe
Login
0 Comments