কফিন
কফিন
সাবিনা ইয়াসমিন
কফিনটাকে সমুদ্রে ভাসিয়ে দাও। নাহলে এখুনি
চিৎকার দিয়ে ভেঙে পড়ে যাবে , যেমন ভেঙেছিলো
সাবিনা। বেঁচে থাকতে তার দুচোখ আকাশ দেখেনি
দেখেছিলো মেঘ। সেই মেঘও বজ্রনির্ঘোষে ভেঙেছে,
কেঁদেছে। বৃষ্টি, ঝরনা, নদী হয়ে অথই সমুদ্রে পড়েছে।
কফিনটাকে এখুনি সমুদ্রে ভাসিয়ে দাও, জল তার চেনা।
১২ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা
Subscribe
Login
0 Comments
Oldest