কবিতার জন্যে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা লিখতে চাইলে কি
পাহাড় চূড়ায় উড়াতে হয়
সাদা কাগজের কালো অক্ষরগুলো ?
কবিতা লিখতে চাইলে কি
গভীর থেকে গভীর তলদেশে
খননশ্রমিক হয়ে দমবন্ধ অন্ধকারে
নেমে যেতে হয় –
নবকুমারের মত একা?
কবিতা লিখতে চাইলে কি
কেবলই পুড়তে হয় যেন
অতিমারীকালের শবচূল্লী ?

অনেকেই তো লিখছে দেখি
অনায়াসে-
যেন শব্দগুলো সদ্য ঝরা বকুল
আঙিনার সবুজ ঘাসে লুটিয়ে রয়েছে
কুড়িয়ে নিতেই ঝাঁকবেধে হয়ে যাবে
ডানামেলা পায়রা ।
কেউ কেউ কলম ধরলেই
থরেথরে গোলাপ-
নিবের ডগায় এসে জড়ো হচ্ছে
সাড়ে সাতশো কোটি লাইক,
অমুক স্মৃতি পুরস্কার ,
তমুক এ্যওয়ার্ড,
পালকের উপরে পালক।
না, সে রঙীন পালকে আমি
আগ্রহ জমা করিনি মোটেও-
একটা কেবল
ছোট্ট কবিতা লিখতে চেয়ে
হাতড়ে ফিরছি শত্রুঘেরা মৌচাকের
সারিবাধা প্রকোষ্ঠসমূহ ।
অন্ধকারের নিস্কম্প দেবতার কাছে
মাথা কুটেছি আলোকিত
শব্দবিন্দুটির জন্যে-
পাঠ করে যাচ্ছি
পাঠ করে যাচ্ছি
অনন্ত আকাশ
এবং ইতিহাস এবং মন্দ্রিত বর্তমান।
দিনশেষে শূন্যহাতে ফিরে যাচ্ছি
ক্লিষ্ট রাতের আশ্রয়ে
আর রাত শেষ হলে
আবারও দিনের ফুটন্ত প্রস্রবনে।
এই অনাদি চক্রই যেন আমার জীবন
একটি সম্পূর্ন কবিতার প্রার্থনায়
অসম্পূর্ণ এক যাত্রা-

*************

0

Publication author

offline 2 years

sejuti_shipu

0
I love reading poems. Try to write some. But fail. ...still trying...hope, one day will write a poem, for sure.
Comments: 0Publics: 4Registration: 06-06-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।