Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

এ যে তাঁর খেলা – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

খুব ইচ্ছে করে এ পৃথিবী যতদিন থাকবে-
ততদিন থাকবো বেঁচে।
এ জীবনটাকে ধরে রাখবো,
এই সুন্দর প্রকৃতিকে ছেড়ে কোথাও যাবো না।
নিজের ছোট্ট ঘরটিকে যে খুব ভালোবাসি!
কবিতা লেখাও থামাব না কোনোদিন।
কিন্তু না, তা হয়না।
জীবনটা এমনই-
শুধু এগিয়ে চলে একটু একটু করে মৃত্যুর দিকে।
তাকে বেঁধে রাখা যায়না,
কোনো শক্তি দিয়েই নয়,
এ হলো জগৎ সংসারের নিয়ম।

সূর্য উদিত হওয়া থেকে,
ক্রমশ অগ্রসর হয় অস্তের পথে।
আকাশ যত গভীর আঁধারে ঢাকবে,
তত ভোর এগিয়ে আসবে-
এ যে তাঁর খেলা।

তাই ছাড়তে হবে সবকিছু-
নিজেকে, অপরকে, ভালোবাসাকে, সুন্দর ভুবনকে।
শুধু মায়ার জালে জড়িয়ে পড়া জীবনের অল্প’কটা দিন!

তিনি পাঠান এ ধরায় কিছু কাজ করতে,
কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে,
তিনি নিয়ে নেবেন তা সম্পন্ন হলে,
কোন শক্তি তখন পারবেনা রুখতে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬মে,২০২৩,সকাল ৭টা, বারুইপুর

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 166Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে