কবিতা পড়বেন না
276 total views
কবিতা পড়বেন না
খেয়েদেয়ে বেঁচে, মরে।
যথাসর্বস্ব চেক বই,
তাতে ঘন নীল সই
করে বেঁচে থাকুন না,
মাথায়, মনে, খাতায়
গদ্য গজগজে ভরে।
ভুল করেও কবিতা
কোনো পড়বেন না।
কবিতার উল্টো দিকে
বেঁচে থাকুন অশিল্পে
তবে সান্ত্বনা একটাই,
স্থির গদ্যরীতি ধরে।
Subscribe
Login
0 Comments