করোনায় করনীয় (ছড়া)
প্রাণঘাতী করোনা
অবহেলা করনা।
হাতে হাত ধরোনা
কোলাকুলি কোরনা।
মৃত্যুর মিছিলে রোজ
মানুষের আহাজারি
এ এক মহা আতংক
বৈশ্বিক মহামারী।
আমরা বাঁচতে চাই
বাঁচাতে পারে আমাদের
সচেতনতাই।
বারবার বহুবার
ধুতে হবে হাত
সাবান জলে
নয়তো এলকোহলে।
সর্দি কাশি আর হাঁচিতে
ধরতে হবে টিস্যু নাকেমুখে।
তারপর টিস্যু ফেলে
ঢেকে দেবো বিন
অটুট থাকুক
আমাদের স্বপ্ন রঙ্গিন।
তবু যদি কেউ
হয়ে যায় আক্রান্ত
আমরা হবো নাকো
দিকভ্রান্ত।
সামাজিক দুরত্ব বজায় রেখে
সুরক্ষা দিতে হবে তাঁকে।
নিরাপদ রাখতে হবে
আমাদের দেশটাকে।
অযথাই হাত দিয়ে ছুঁতে
নাক মুখ চোখ
থাকতে হবে বিরত,
নচেত হতে হবে
ভাইরাস আক্রান্ত।
বারবার করি পান
গরম তরল,
চা-কফি-স্যুপ
অথবা লেবু জল।
দরকার ছাড়া বাইরে
যাবেনা যাওয়া কোনো মতে
যেতেই যদি হয় তবে
হাতে গ্লাভস মুখে মাস্ক
থাকতেই হবে।
খাদ্য তালিকা হোক
শাক সবজি আর
জিঙ্ক সমৃদ্ধির অর্জন
ঠান্ডা পানীয় আর ধুমপান
করতেই হবে বর্জন।
তবেই পারবো আমরা
রুখতে করোনা সংক্রমন।