কলঙ্কিনী কলকাতা – অসীম চক্রবর্ত্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 198 total views

সকাতরে এক শিশু মলিন ছিন্নবস্ত্র খালি পা

জনতার ভিড়ে কোথায় যে হারিয়েছে তার ভিখারিণী মা

হাতে ভিক্ষার পাত্র নিয়ে মণ্ডপে মণ্ডপে

যেন সমগ্র কোলকাতা বঞ্চিত করেছে তারে গভীর সন্তাপে।

 

এক নামী পূজা মণ্ডপ দর্শনের ফাঁকে

একবার ভারী বাজেটের মণ্ডপ দেখি একবার তাকে

শোকসমাচ্ছন্ন ভিখারি শিশু নেমেছে জনতার ঢলে

ধিক্কৃত মানবতার এই জাঁকজমকপূর্ণ বিহ্বলে।

 

এদিকে কলকাতা আজ লেসার লাইটে মেতেছে

সেজেছে আলোর চেনে

যেন সারা বিশ্বের জোৎসনা নেমেছে

শহরের এ প্রাণে, এ সারদ সনে

মায়াবী আলোর রোশনাই সেজেছে কলকাতা

আজও কলকাত্তাই হয়ে –

ঐ কলঙ্কিত চাঁদের ন্যায়

নিরন্ন মানুষের হাহাকার বুকে নিয়ে।

 

যদিও নতুন পোশাকে সজ্জিত লক্ষলক্ষ ভিড়ে ছিন্নবস্ত্র শিশুর ব্যাতিক্রমী বিচরণ

কারণ, আকাঙ্খা তার চাওয়া পাওয়া সবই যে বারণ

তাকে যে ব্যাতিক্রমী আক্ষা দিয়েছে এই সজ্জিত কলকাতা

তাকে যে উপেক্ষিত করেছে এই তিলোত্তমা কলকাতা

আজ কোটি কোটি মানুষ ভাসছে শহর বক্ষে

কোটি কোটি অর্থ ব্যায়ের জোয়ারে

অথচ ব্যাতিক্রমীর নতুন পোশাক নতুন খাবার…

বরাদ্দ নেই এই শহরে!

 

নতুন পোশাকে নতুন খাবারে ভরিয়ে মন একটিবার হাসতে

সেও যে চায়, তার অন্তরেও সন্জাত হয় এই আনন্দে ভাসতে

তবুও সে নির্বাক অম্লান বদনে লিপ্ত মাগনে শুধু-শুধু চাই একটি টাকা

ক্ষুদা নিবারণ লক্ষ্যে জন সমক্ষে – এ যেন কলঙ্কিনী কলকাতারই ছবি আঁকা।।

0

Publication author

offline 3 months

Asim Chakraborti

0
Kobitar Pata
Comments: 0Publics: 64Registration: 10-07-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)