কালো নারী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কালো নারিকেল খেলে হয় আক্কেল
কেউ বলবে না চুপ কর আ—রে বেক্কেল
শক্ত হয় দাঁতের মাড়ি — দিতে পারে দীর্ঘপথ পাড়ি।

কালো তিলে পিঠা ভালো — কালো জামে ভর্তা
কালো জিরায় বাইশ গুণ — স্তন্যস্বল্পতা বাড়ে দ্বিগুণ।

“কুইন অব ফ্রুট” — বলি না’কো জুট
খেলে কালো আঙ্গুর —
হৃদপিণ্ডের রক্ত চলে — পায়ে লাগিয়ে ঘুঙুর।

খাও যদি কালো আপেল —
প্রেমের বাজারে হবেনা কভু ফেল —
বাড়িয়ে দিবে মস্তিষ্কে চিকন বুদ্ধির খেল।

যখন দ্যাখো কালো তুঁত — দূর হয় মনের ভুত
ইচ্ছে মতো খেয়ে — নাঈ-নারেঙ্গী যাও গেয়ে।

যৌবনে কতো মজা করে খেতে কালো ছাগলনেদি
ঝোপঝাড়ে গিয়ে খুঁজতে কালো পিছন্দি।
ভুখা, রক্তচোষা জোকের ভয় পায়ে পিষে
কালো শালুক তুলতে তরুনীদের দলে যেতে মিশে।

ক্যামন দ্যাখাতো তোমাকে
কালো কটকি খেয়ে যখন দিতে ভেটকি?
অপরিচিত মানুষ খেয়ে যেতো টাশকি।

যদি লাগে ভুত, পেত্নী, জ্বীনের আছর —
কালো তাগা গায়ে বেঁধে ভাঙতে চায় তাদের বাসর।

সখের নৌকা বানিয়ে — যত্ন করে দেয় সাজিয়ে
পুরো গায়ে কালো আলকাতরা মাখিয়ে।

কালো চুল,দাঁড়ি,গোঁফ সফেদ হলে হতাশার দীর্ঘশ্বাস
যৌবনে ভাঁটা পড়ে ঘনিয়ে এলো সময়।

ভালো লাগে কালো কোকিলের গান —
স্নিগ্ধ ভোরে কালো দাঁড় কাকের কা-কা —
ঝিঙে গাছে ফিঙের নাচ, লাল চোখা কালো শালিক।

ভালো লাগে কালো ডাহুকের কোয়াক-কোয়াক
পদ্মপাতা কিংবা জলের ‘পর —-
তিড়িং বিড়িং লাফিয়ে বেড়ানো।

প্রিয়ার খোঁপায় গুঁজ কালো গোলাপ —
চলে অনবরত রঙ্গরসের আলাপ —
প্রেয়সীর কালো তিলের প্রেমে পড়ে —
সমরখন্দ ও বোখারা দিতে যাওনি ভুলে।

ভালো লাগে কালো ঘড়ি — কালো গাড়ি
কলমের কালো কালি —
ভালো লাগে দূর্গম গিরি মরু পথ দিতে পাড়ি।

ভালো লাগে কালো প্যান্ট –কালো কোট
কালো বুট — কালো নোট — কালো পানি
ভালো লাগে প্রিয়ার কালো কেশ–কালো অন্তর্বাস।

ভালো লাগে কালো শাড়ি — কালো কয়লা-গয়লা
ভালো লাগে প্রিয়ার কাজল কালো আঁখি —
ভালো লাগেনা কেবল কালো নারী।

১৪/০৬/২০২২ সৌদি আরব

0

Publication author

0
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার
Comments: 0Publics: 149Registration: 02-04-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে