কিছু বলবেন আজ
![]()
কিছু বলবেন আজ
কলমে- সুব্রত পন্ডিত
“বিচার চাই” কাব্যগ্রন্থ (স্বীকৃতি প্রকাশনী)
সম্পাদনায় দুর্জয় মন্ডল ও রাই
—————————++
পূজনীয়, শিক্ষক মহাশয় গন, এপর্যন্ত সমাজের ছেলে মেয়েদের কি শিক্ষা দিলেন।
শ্রদ্ধা বিগলিত মহান শিক্ষক দিবসে স্ব-সম্মানে সবিনয়ে আজ অবশ্যই কিছু বলবেন।
শিক্ষার দিশা কি? শিক্ষিত ছেলে মেয়েগুলো পদাধিকারী হয়েও কেন হচ্ছে চোর।
সবাই ছাত্র তবু কেন অবাধ্য? পড়াশোনার কি দাম- শিক্ষিতরাই বেশি নেশাখোর।
কেন অফিসের শিক্ষিত বাবুরাই হলেন ঘুষখোর, জনগণের রক্তচোষক আস্ত ভদ্র জোচ্চোর।
পড়ালেখায় কেন করান বয়স নস্ট। এটা স্পষ্ট- টাকা ছাড়া সামাজিক জীবন অন্ধকার।
কি পড়লে কত দিনে সবাই পাবে টাকার পাহাড়। মানুষ করার প্রলোভন শুধুই- নেই কোনো অঙ্গিকার।
শ্রদ্ধা ভক্তি কোথায় আজ, দিকে দিকে কেন এতো ব্যাভিচার। টাকায় সবাই বিক্রি হলে কি ভাবে হবে বিচার।
ক্ষতি করেও কারও কেন নেই কোনো অনুতাপ একে অপরকে ঠকানোর মানসিকতা সবার।
শিক্ষায় কোথায় গলদ ছিলো কিংবা আছে- আজ শিক্ষকদের দিতে হবে সব উত্তর।
অন্যায় যে সয় সেও অন্যায়ের সমান ভাগিদার পড়াচ্ছেন অতএব এখনই কিছু কথা তুলছি কানে।
“সমাজের মেরুদন্ড শিক্ষক”- এই কথাটির গুঢ় অর্থ শিক্ষকগণ কতখানি মানে।
মেরুদন্ড সোজা আছে আপনাদের? না!- আজকাল বেঁকে গেছে কে জানে!
সরল সামাজিকতায় বিশ্বাসী এমন শিক্ষক সমাজে আজ খুব একটা নেই।
চামচাগিরিতে বেশিরভাগ শিক্ষক এক ধাপ এগিয়ে গেছে- দেখে শুনে লজ্জা পাই।
সমাজ পরিবর্তনের আন্দোলনে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত যোগদান সমাজ দেখেনি।
লাগাতার আন্দোলনে শিক্ষকদের আত্ম বলিদান খুব বেশি খুঁজে পাওয়া যায়নি।
বাইরের পোশাক অবশ্যই পরিষ্কার। কিন্তু মনের ভিতরটা অন্ধকার অহংকারে কুৎসিত।
সমাজের সব দোষের ভাগীদার শিক্ষক- এটা অবশ্যই সবসময় শিক্ষকের বোঝা উচিত।
নিজেদের বদান্যতায় কাঠ পুতুল হয়েছেন। অর্থ ও স্বার্থ ব্যতীত আর কি পেলেন?
পরিকাঠামো অবনতির সময় আপনারা নিরব সম্মতি দিলেন অথবা জেগে ঘুমিয়ে ছিলেন?
পড়াচ্ছেন- প্রতিরোধ প্রতিবাদী আন্দোলনে সবার অগ্রণী ভূমিকা নেওয়া উচিত।
আশা করি শিক্ষক সংগঠনের আন্দোলন দেখতে পাবো বিবেক থাকলে কিঞ্চিত।
সমাজের সব শিক্ষক খারাপ নয়, বহু খারাপের ভারে তারা আজ অসহায়।
অন্তর করছে হায় হায়। সংগ্রামের অনেক পথ- খোঁজো খোঁজো, অবশ্যই বেরোবে উপায়।
“শিক্ষক শ্রেষ্ঠ গুরু”- পড়েছি ঠিকই কিন্তু প্রমাণিত হয়নি। তোমরা শিক্ষক তবে গুরু নয়।
শিক্ষার জন্য শিক্ষকদের লাগাতার আন্দোলন। মানববন্ধন আর কবে দেখাবেন মহাশয়।
আমি অভিভাবক আমি নাগরিক আমি প্রতিবাদী আমি সংগ্রামী আমাকে ভাবায়।
সামর্থ্য অনুযায়ী আন্দোলনে শামিল। ভুল হলে ক্ষমা করো আমায়। আজ সবাই উত্তর চায়।।
——+——-++———-+++——-
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)