কে কে – অসীম চক্রবর্ত্তী
220 total views
আমি যখন প্রথম প্রেমে পড়ি
তখন কলেজের সবে প্রথম বর্ষ
তোমার গান এক জিবিতে ফোনে
দিয়ে ছিল তৃপ্ত প্রেমের স্পর্শ।
সিক্ত মনে প্রেমের স্বপ্ন বুনছি
তখন আমার সদ্য আঠারো বরষ
দুই জিবির তোমার কণ্ঠ ফোনে
শুনতে শুনতে পেতাম প্রেমের পরশ।
আমি যখনই দিন বিরহের গুনছি
কলেজ জীবন সদ্য ছিল শেষ
মোবাইল ফোনের চার জিবিতে তুমি
ভাবিয়ে ছিলে বেঁচে থাকার রেশ।
আবার যখন মিলন হলো ফিরে
আমি যে সবে সদ্য পরিণত
তোমার গান আট জিবিতে ফোনে
মিটিয়ে ছিলো মনের যত ক্ষত।
এখন তুমিগো সুরের তারা হয়ে
বাজছো শুধু মনের মধ্য জুড়ে
গানের ডালায় ষোলো জিবি ভরে
চলেই গেলে নীল আকাশে দুরে।।
Subscribe
Login
0 Comments