কার আছে এ পথ জানা!
কার আছে এ পথ জানা!
বিমল মণ্ডল
এই আত্মিক পথ মৌখিক হলে
বেছে নিতে হয় বাউল গান
তবুও একটা রাষ্ট্রের কাছে
দীর্ঘ এই পথ ভ্রমণে ঋণী
কেবল মনে হয়
যা চলছে সবই খেলায় রূপান্তর
ভয় হয়— কত ভাব বিনিময়ে!
সম্পর্ক কেবলই বাজি—
সহজ পথ তবুও চেনা কঠিন
কত মিথ্যার আয়নায়
যৌবন আছে অথচ ক্ষয়ে যায়
অনিদ্রায় বিছানায়
সাহস হয় না এ পথ চলতে
কার আছে এ পথ জানা!
Subscribe
Login
0 Comments
Oldest