ক্ষনিকের অতিথি
208 total views
ঝরে যাওয়া শিউলি ফুলে
কী হবে মালা গেঁথে
রাতের অন্ধকারে যে
ফুটেছিলো সবার অলক্ষ্যে ।
মুগ্ধ করেছিল নিজের সুগন্ধে
তোমাকে আমাকে ক্ষণিকের তরে
দিয়েছিলো প্রাণ নিজের ভুবনে।
হেসেছিলো বাতাস জানালার ফাঁকে,
আকণ্ঠ মাদকতায় ডুবেছিল
বাঁশ বাগানের আধখানা চাঁদ।
ক্ষণিকের আয়ু তার
জাফরানি হাসিতে বেদনা পালায়
শুভ্রতার ছোঁয়ায় হাসে ভোরের আকাশ।
হে ক্ষণিকের অতিথি হয়ে
বেঁধেছিল ভালোবাসার মায়াডোরে ,
তোমাকে ভুলি কেমনে ।
Subscribe
Login
0 Comments