খোলা জানালা
খোলা জানালা
– ভাস্কর পাল
স্তব্ধ দুপুরের রৌদ্র মাখা দিনে,
চমকিত সূর্যের আলো-
খেলা করে আমার জানালা পানে।
আমার টেবিলে রাখা
কত গুচ্ছ গুচ্ছ খাতা-
আর পরে থাকা সেই খোলা কলম।
ঘরের কোণে রাখা চেয়ারে,
আমি বসে একলা ঘরেতে-
চাতকের মতো চেয়ে জানালা পানে।
বসন্তের সেই স্তব্ধ দুপুর
চেতনা জাগায়-
আমার উন্মাদিত মনে।।
Subscribe
Login
0 Comments
Oldest