গভীরতাকে জন্ম দিয়ে
168 total views
মৃত্যু, সে’তো অনেকদিন আগেই হয়েছে।
শরীরে নয়, গভীরে।
দিন থেকে দিনে বয়ে ফিরেছি,
পোড়া ছাই, সযত্নে।
এখন সময় হয়েছে,
সেই ছাইয়ের মধ্যে, বেঁচে উঠে,
আগুনের ফিনিক্স পাখি উড়বে।
মৃত্যু শরীরে, গভীরতাকে জন্ম দিয়ে।
Subscribe
Login
0 Comments