ঘৃণা করোনা
272 total views
ভাবছি অনেক দূরে চলে যাবো,
যদি হয় অচিন কোন দেশে,
তবুও যেতে হবে দূরে,
নিজের সীমানাটা আস্তে আস্তে
ছোট হতে হতে শূন্যতায় এসে ঠেকেছে,
প্রতিনিয়ত নিশ্চল হয়ে পড়ছে
চির চেনা এই শহরটা,
জীবনের অপূর্ণ চাওয়াগুলো
নগ্ন দিনের উন্মাদনায় উপহাস করছে,
জং ধরে ভোঁতা হয়ে গেছে
প্রাণের সকল অনুভূতি।
আর তুমিও দিন দিন
অসহায় করে তুলছো আমাকে,
হয়তো তোমার মতো করে
ভালোবাসিনি বলে,
সরে আছো অনেক দূরে,
ভালোবাসতে পারোনি ঠিক আছে,
তাই বলে কখনো ঘৃণা করোনা।
Subscribe
Login
0 Comments