চঞ্চল মন
ওরে চঞ্চল মন আমার চঞ্চল মন
এদিক-সেদিক যখন-তখন
ঘুরে বেড়াস তুই পাহাড়-নদী-বন
ছিন্ন করে মায়ার বাঁধন
না শুনে বারণ না মেনে শাসন
ছল করে যাস এমন।
ওরে তুই যে আমার সাধনার ধন
আমার বুকের রঙিন কানন
স্থির হয়ে বস এবার হৃদয়ের গহন
সুখাদরে তোকে করবো যতন
ছুটন্ত নদী যেমন সমুদ্র করে আলিঙ্গন
তুইও যে তেমনই আপন।
ওরে তোরে ধরতে পারি না এখন
তুই যে থাকিস নির্বাসন
অবিরত ছুটে চলিস ছুটন্ত ঝরনার মতন
নীলাকাশে ওড়ে পাখি যেমন
ওরে চঞ্চল মন আমার অধরা স্বপন
ফিরে আয় ঘরের উঠোন।
Subscribe
Login
0 Comments
Oldest