চর্বিত কাঙাল
104 total views
আমাদের নৈরাজ্য, নাম তার পশ্চিম বাঙগাল
আমরা গর্বিত মরা বাঙালি সংস্কৃতির তরে সেরা কাঙাল।
অথচ বিদ্যায় শ্রেষ্ঠ ছিলাম বেশি আগে নয়,
ধরতে গেলে প্রায় গতকাল।
এখন কাঁদলে হবে? ছ’সাত দশক ধরে
নিজেরাই কু-জাত কুমীর এনেছি ঘরে,
সযতনে কেটে ধ্বংসের অভিমুখে খাল।
দীর্ঘ সময় ধরে ছাড়িয়েছি ন্যায় ও নীতির মহার্ঘ ছাল,
হতশ্রী কাঙালি হয়ে মুখে হায়হায় এত দিনে!
অবশেষে শুনতে পাচ্ছি সময়ের বেসুরো খেয়াল।
Subscribe
Login
0 Comments