চাইনে স্বর্ণকমল
চাইনে স্বর্ণকমল
হাকিকুর রহমান
চাইনেকো আমি স্বর্ণকমল
চাইনেকো রজনীগন্ধা
চাইছি আমি শুধু একটু সুখের বিন্দু
জীবনের এই ঘূর্ণির মাঝখানে-
চাইনেকো আমি নীলকরবী
চাইনেকো কেতকীবন্ধ্যা
চাইছি আমি হেরিতে পূর্ণ শশীকে
আর তার লাগি চাহিছি গগন পানে।।
পরাইবো যে আমি তাহার ললাটে
সে এক রূপালী টিপ
শতদল তুলি গলেতে পরাইবো
সুর দিবো সেই চিরচেনা গানে।।
সাঁজাইবো গৃহকে শঙ্খ মনিহারে
জ্বালাইবো সেথা সুখের প্রদীপ
সুরের খেয়াতে গগন ভেদিয়া
বাহিবো আবার পুলকিত প্রাণে।।
Subscribe
Login
0 Comments
Oldest