চাইলেই পাওয়া যায়না

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চাইলেই পাওয়া যায়না
হাকিকুর রহমান

দেখেছোকি ওই যে কুঞ্জলতা,
ঝুলে আছে শাখা জুড়ে-
কি মায়াবী, মোহনীয়, স্নিগ্ধতা ছড়ায়
নিজের বেদনাকে লুকিয়ে রেখে।

ওই যে রজনীগন্ধা,
নিজেই নিজের ঘ্রাণে বিহ্বল-
চিত্তে লয়ে পরিশুদ্ধতার স্বরূপ
বিলায়ে দেয় নিজেকে অকাতরে,
বিদীর্ণ বক্ষে যদিওবা
রয়েছে জমানো কত ব্যথা।

ফুটে থাকা কুসুমকলি,
ভরায় প্রতিভোরে অঞ্জলী-
কতই না শোভা পায়
রমনীর খোঁপাতে, হাতে, গলায়
মালা গাঁথা হলে পরে-
নিজের অজান্তেই ঢেকে রাখে
হৃদয়ের যত নাবলা কথা
সকলের অগোচরে।

ওদের দেখে ঈর্ষা হয়।
আমিও তো হতে চাই, ওদের মতো
নিজেকে বিলীন করে দিতে চাই
এই বিশ্ব চরাচরে-
যদিওবা জানি, চাইলেই তো
যায়না পাওয়া, অনেক কিছুই।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।