বেদনায় ভরা শহর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যাদের ঘর পুড়ে গেছে বিরহের আগুনে
তাঁহারা আজ খুঁজিতে যাইনা প্রেম
এই শহরের পথে পথে।

আমি এতক্ষণ কার জন্য দাঁড়িয়ে ছিলাম
কিসের জন্যই বা অপেক্ষা করছিলাম !
আমারও তো ঘর পুড়ে গেছে
চৈত্র মাসের ভরা দুপুরের আগুনে।

আমি যাহাকে ভালোবাসি
সে যদি আমারে ভালো না বাসে ,
তবুও কি আমি তাঁরে ভুলে যাবো !
সে যদি আমারে ঘৃণাও করে
এমনকি অপমানও করে থাকে
তাই বলিয়া আমি তাঁরে অবিশ্বাস করবো !
বেদনায় ভরা শহরে ব্যথা তো পেতেই হবে
তাই বলিয়া নিদারুণ অভিমানে ঝরিয়া পড়িতে হবে !

এই কারণেই তাঁর জন্য দাঁড়িয়েছিলাম
তাঁরই আসার জন্য অপেক্ষা করছিলাম।
কিন্তু সে তো আসেনি এই শহরে
এসেছিল অন্য কেউ – হেঁটেছিল এই শহরের পথে।

আমি ভেবেছিলাম সে আসিবে
বলবে আমারি সাথে কথা
কিন্তু কেন্ সেদিন নক্ষত্র ঝরে পড়লো
কেনোই বা শহরের মানুষ নিষিদ্ধ হলো !
সে আর আসিলো না , কেটে গেল বহু বছর
সে আমারে ভুলে যেতে লাগলো বোধ হয়
শহরের সমস্ত ঘর বিরহের আগুনে জ্বলছে
সেই আগুনে আমারও ঘর জ্বলে উঠলো
চৈত্র মাসের ভরা দুপুরের আগুনে।

বেদনায় ভরা শহর আজও দাঁড়িয়ে আছে
সমস্ত জীর্ণ অপবাদ এমনকি জ্বলে যাওয়া
ঘরের পোড়া ছাই দলিত করে ;-
আজ শহর দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে
বেদনায় ভরা শহরকে পিছনে ফেলিয়া
সে আজ বিশ্ব সমাজের মানদণ্ড হইয়াছে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে