ছন্দ লতা রায়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 288 total views

দ্বৈরথে
দুলছে মন
তন্নতন্ন খুঁজেছি ভুবন
বিগত যুদ্ধের সৃষ্ট বিভাজন,
মধ্যখানে বহমান নদী দুকূলে দুজন;
জন্ম জন্মান্তরেও পাইনি আমি তারই দর্শন।

পিঙ্গল
চোখের তারা
কেশের বর্ষণ ধারা
রঞ্জিত অধর যুগল পাগলপারা,
কপোলের আভায় হার মানে প্রতিমারা;
তার নিপুণ টোলের হাসি করেছিলো আত্মহারা।

কৃষাণি
যেমন স্বপ্নাবেশে
সবুজে হারায় অক্লেশে
তেমনি দেখেছি জ্যোতির্ময়ী বেশে,
বলেছে, ‘আমায় নিবে তোমার দেশে?’
মায়াবী চোখে তাকিয়েছিলো সে নীরব পরিবেশে।

গোধূলির
ডুবন্ত লালিমা
আঁধারে মিলায় নীলিমা
অবলুপ্ত হয় জীবনের উপমা,
শুধু থাকে হাহাকার হৃদাকাশে জমা;
হারিয়ে যায় তিমিরে, ছন্দ লতার প্রতিমা।

0

Publication author

0
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)