প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 444 total views

কিনলাম চাল ডাল আটা ভুরি ভুরি,

দুধ আছে কয় ড্রাম স্বস্তিতে ভারী।

ইন্জিন সানড্রপ তেলের সাগর,

চিনি কি লবণে ভরে রান্নার ঘর।

গুঁড়োদুধ চা কফি কম যায় কিসে,

আলমারী গিয়েছে বিস্কুটে ঠেসে।

আর চানাচুর ঝুরিভাজা প্যাকেটে ভরা,

রান্নাঘরেতে ঘি আছে ঘড়া ঘড়া।

কিলো কিলো মসলা কিনেছি রেখে,

পিঁয়াজ,রশুন,আদা ঝাঁঝে জল চোখে

সব্জি চাউ কি সুজি কিছু নেই কম,

একশত কিলো আলু ভাজা আর দম।

ছয়েক ডিম আর খানেক মাছে,

পাঁচখানা ফ্রীজ সব আজ ভরে গেছে।

তিনজন লোক মোরা খাবো এক সনে,

বেঁধেছি মুরগী পাঁঠা বাড়ির উঠোনে।

আর ওষুধের দোকান বানিয়েছি ঘরে,

তরল সাবান সেথা আছে থরেথরে।

প্যান থেকে ভিটামিন প্যারাসিটামল,

কাশির সিরাপ আছে বোতল বোতল।

করোনায় মরবো নানয় অনাহারে,

দুধ ভাত থাকে যেন মোর পরিবারে।

বেশী দাম দিয়ে সব করেছি মজুত,

আমার ঘরটা যেন থাকে মজবুত।

অন্যের কি হল কিবা যায় আসে,

চুলোয় যাক না সব হেঁচে আর কেশে।

আমি আছি ঘরে বসে রাজার হালে,

চিন্তার ভাঁজ নেই কোনোই কপালে।

সেদিন স্বপনে দেখা দিলেন শ্রীহরি,

বললেনপাপিষ্ঠ সমাজের অরি,

একা একা কখনো কি বাঁচা যায় নাকি !

সবাইকে দিলে তবে হবি তুই সুখী

জেগে উঠে ভাবি আমি কেমন করে,

অন্যের খাদ্য সব নিয়েছি কেড়ে !

ধিক্কার দেই মোরেকরো সবে ক্ষমা,

রাখবো না ঘরে মোর কোন কিছু জমা।

খাবার রেখেছি ঘরে যা মজুত করে,

পাঠাবো তা প্রয়োজনে গরীবের ঘরে।

সবার হাসিতে আমি হব চিরজীবি,

আঁকবোই জীবনের অমলিন ছবি

——————————————

             স্বপন চক্রবর্তী।

0

Publication author

1
একটি বহুজাতিক সংস্থায় প্রবন্ধক পদে কর্মরত ছিলাম। ২০১৭ সালে ৬০ বছর বয়সে অবসর নিয়েছি । এখন কবিতা ও গল্প লেখা আমার অবসরের সাথী।
Comments: 0Publics: 25Registration: 26-08-2020
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)