ছোটবেলা
ছোটবেলায় ভাবতাম বড় হলে বুঝি বড্ড সুখ,
কেউ করার নেই মানার
যেকোনো কাজ যখন ইচ্ছে করার।।
ছোটবেলায় ভাবতাম বড়রা বুঝি বড্ড স্বাধীন
নিজের পৃথিবীর নিজেরাই অধীন,
সমস্ত বাধা তাদের কাছে গুরুত্বহীন।।
হঠাৎ একদিন মস্ত বড় হলাম
ছোটবেলা সব গুলিয়ে খেয়ে নিলাম।।
জীবনভর যেটাকে ভেবেছি সুখ,
সেটাই দেখি সবচেয়ে বড় দুঃখ।।
বড় হলে স্বাধীনতা তো নেই
ছোটতেই পূর্ণতা সেই ।।
বড় হলে মাথায় কত চিন্তার পাহাড়
আর ছোটতে ছিল কত খেলনার বাহার।।
আমরা সবাই বড় হতে পাই
কিন্তু বড় হওয়ার গুরুত্বের মাঝে
ছোটকে ভুলে যেতে চাই।।
কিন্তু সেই ছোটই বারংবার মনের মাঝে দিয়ে উঁকি বুঝিয়ে দেয় বড় হওয়ার কতটা ঝুঁকি।।