জীবন সংসার
৪+৪/৪+২
বন্ধ হবে রঙের খেলা
বয়স বাড়ছে বলে,
শৈশবকালে দিনটা গেছে
নানা খেলার ছলে।
বাবার হোটেল নাইতো এখন
লিপ্ত থাকি কর্মে,
উদর খালি থাকলে পরে
মন বসে না ধর্মে।
কর্ম বিহীন সুখ নাই ভবে
এ সত্যটা মানি,
কর্মের জন্য কীর্তিমান হয়
বলে জ্ঞানী গুণী।
শৈশব ছিলো চিন্তামুক্ত
হাসি মজা অতি,
বয়স বাড়ছে কর্ম বিহীন
নাই তো কোনো গতি।
মাথার ভিতর নানা ভাবনা
সদা চলে তবে,
ভেবে পাই না কেন এলাম
মানুষ হয়ে ভবে।
নানা রকম চিন্তা ভাবনা
বয়স বাড়লে আসে,
সমাধান না পেয়ে সবাই
অশ্রু গঙ্গায় ভাসে।
তখন ভাবে শৈশবের ওই
সুখের সকল কথা,
মনের কোণে প্রতিক্ষণে
আসে দুখের ব্যথা।
রচনাকালঃ
১৯/০৮/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest