জীবন স্রোত
জীবন স্রোত
-ভাস্কর পাল
জীবন হল এক চলমান নদী-
আছে স্রোত, আছে অফুরন্ত গতি।
এই স্রোতে কেউ পরে পিছিয়ে,
কেউ চলে এগিয়ে দূর হতে বহু দূরে।
তবু এ স্রোত থাকে না থেমে,
কখনো স্থির কখনো গতিশীল বেগে।
এই স্রোতে যায় ভেসে অনেক কিছু
আবার উঠে আসে স্রোতের টানে নতুন কিছু।
যেমন ওঠে সূর্য-তারা আকাশেতে,
পাখির ডাকে ঘুম ভাঙে সকালেতে।
তেমনই বয়ে চলে এ জীবন-
ধীর গতিশীল নদীর স্রোতে।
এ স্রোত মানে না বাঁধা,
নেই যে স্থিরতা।
নদী যেমন উৎস থেকে মেশে মোহনায়
এ জীবন শেষ হয় করুন বেদনায়।
Subscribe
Login
0 Comments
Oldest