ট্রেন
204 total views
ট্রেন এসে থামল স্টেশনে
কিছু থেকে গেল
কিছু ব্যাথা কিছু বেদনা
ঝরে পড়া অশ্রুতে মিশে কিছু আক্ষেপ অতৃপ্তি….
কিছু আনন্দ
ভালবাসা ভরসা খুশি থেকে গেল
কিছু সুর
কিছু সাহায্যের হাত বাড়ানো ছিল….
থাকল দৃষ্টিমিলন
প্রথম প্রেম
অক্লান্ত পরিশ্রমে ঘর্মাক্ত শরীর
থাকল কিছু লক্ষ্যে পৌঁছনোর অদম্য জেদ
দুচোখ ভরা আশা আবার হতাশাও
কিছু শান্তি কিছু স্বস্তি….
কিছু হিংসা বিদ্বেষ শত্রুতা
থেকে গেল অশিক্ষা
থাকল কুনজর অশ্লীলতা
কামনা বাসনা
রয়ে গেল চাপা কিছু অস্বস্তি….
কিছু নেমে গেল কিছু উঠল
ট্রেন ছাড়ল স্টেশন ।।
Subscribe
Login
0 Comments