ডাকচিঠি-৪৯
মেঘেদের জেলখানায় কখনো ভেসে যায় হৃদয়
দুটি হৃদয়ের নীরব বেদনা লিখি গভীর চেতনার বুকে
হাসি মুখে বিদায় দাও আমাকে এতটা পথ পেরিয়ে দূরে
তবুও তুমি ছিলে চোখের কোণে পূর্ণিমার চাঁদে।
দিন রাত্রি বন্ধুরা সবাই মিলে বাজি রাখি দুঃখের তাসে জীবন কুড়িয়ে পেয়ে।
কেউ কেউ হৃদয়ের কথা বোঝে
কতটা আপন ভাবা যায় ! যতটা আপন ভাবলে মন বাড়িয়ে ছোঁয়া যায় আমাকে।।
লক্ষ জীবন ধরে রাখতে পারলাম অজস্র চোখের পানি মুছে
কেউ ছিল না চোখের পলক ফেলতে জমিয়ে রাখতে সুখে
পাগল ছিলাম পাগল হলাম অনাবিল জোৎস্নার আলোয় আলোকিত জীবন পথে।।
কখনও মুখোমুখি দাঁড়িয়ে থেকেছি
কিংবা দূরে গেছি সোনালী রোদ বুকে মেপে ।
তবুও নীল নদের তীরে শুরু হয়েছে বসবাস
সাহারার বালি যেন বিপক্ষে বিপ্লব।।