ডাকচিঠি-৬
26 total views
অংশ-৬
নতুন কোনো যুগ আসিলো আবার
আমি চেয়ে দেখিলাম বার বার
মন হতে মনের গভীরে;
দেখেছি আমি যারা আজ থেকে বহু যুগ আগে
হারিয়ে ছিল সবুজ ঘাসের মতো,
তারা আজ দিবারাত্রি
জানি না কোন্ ভাবনায় ডুবে থাকে!
আমি নক্ষত্রের জল ঢালি তাঁদের হৃদয়ে
যদি তাঁরা বলে বসে আবেগের বশে
মুছে গেছে দিন মন শুধু অন্তরীণ:
তখন কি বা বেঁচে রবে!নীলাভ বাংলাতে
শেষ হয় আবহকাল ফুল ফোটা ফাগুনে।
পুরানো পৃথিবী,আমারো পুরানো ডাকচিঠি
শেষ কবে লিখে ছিলাম আমি!
প্রণয়ীরা আসে জাগে যখন নীলাকাশ
তোমার ওপর প্রতিম স্বাদ
একটুকরো চাঁদের দুনিয়ায়।
পৃথিবী ঘিরে স্থিরতর জীবন
আমার অজস্র ভাবনা
সময়ের হাত হতে বেঁচে রয়।
০৮/০৯/২০২১
Subscribe
Login
0 Comments