ডাব ও নারকেল
![]()
ডাব ও নারকেল
কলমে- সুব্রত পণ্ডিত
ডাব আর নারকেল, এক গাছের দুই প্রাণ,
একজন কোমল স্নেহভরা, আরেকজন দৃঢ় মান।
ডাব যেন মা — মিষ্টি, ঠান্ডা, শান্ত,
পানির মতো সহজ সরল, স্নেহ দিতে অক্লান্ত।
নারকেল যেন বাবা — রাগ দেখায় প্রখর,
ভালোবাসা ভেতরে রাখে, মুখে গম্ভীর ঘোর।
ডাবে মিষ্টি স্বাদ, নারকেলে বল,
দু’জন মিলে গড়ে তোলে সংসারের মজবুত চল।
কেউ বলে “ডাব খাও, শরীর ঠান্ডা হবে,”
কেউ বলে “নারকেল দাও, চুল কালো রবে।”
জানতে চাই কে সেই মহান, দিল দুই নাম,
একই গাছের ফল দুটো– রূপে ভিন্ন, গুণে সমান।
কেন নাম দিল জানি না, বুদ্ধি তার ভারি,
এক ফলেই দুই রূপ — এক তরুণ, এক নারী।
২-রা সেপ্টেম্বরে একজন কচি, একজন পরিণত ধাম,
বিশ্ব নারিকেল দিবসে– সম্মান পায়, মা-বাবা সমান মহান।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)