তমঃস্রোতের অপার্থিব উপপাদ্য

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটি বৈরাগ্যমণ্ডিত অনস্তিত্বপথে,
আমি এক নিঃশেষমূর্ত বিরহ-চিহ্নহীন নৈঃসত্ত্বিক প্রপঞ্চে।
সমস্ত প্রণয় নিঃশেষিত প্রতিসংযোজনে,
ভাষাহীন স্পন্দনের অপারগ গর্ভে নির্মিত হয় নিসর্গ-চ্যুত মায়াবী বোধভূমি।

বিষাদ নয়, এই তো এক মহাধ্বংসতাত্ত্বিক ব্যঞ্জনা,
যেখানে প্রত্যেক স্মৃতি—জীর্ণধর্মিত সঙ্কলনের আত্মপরিত্যক্ত প্রলেপনা।
আমি হাঁটি অথচ চিহ্নশূন্য, তৃণমূলচ্যুত সময়কোশে,
যেখানে প্রতিটি নিঃশ্বাস ধ্বংসকাব্যিক অপারিসীম দুর্বোধ্যতায় নিশ্বাসবন্দী।

তোমার অনুপস্থিতি—নির্বাক অস্তিত্ববাদী প্রতিসৃতিবিহীন ছায়াপ্রতিমা,
যার অন্বয় রচিত হয় প্রজ্ঞাতাপস নিঃসঙ্গতায়।
আমাদের ভবিষ্যৎ—এক বহুবিপর্যয়মূলক জটিলাতীত নিঃসর্গচ্যুতি,
যেখানে প্রেমের ব্যাকরণ নষ্টালজিয়াসিদ্ধ শূন্যতাত্মক প্রতিচ্ছায়া মাত্র।

গাছেরা যাদের মূল জড়বুদ্ধির অবচেতন গর্ভে,
তাদেরও আছে দুঃস্বপ্নস্নাত নৈঃসঙ্গিক নির্জনতাবোধ।
আমরা তো আর অমন নই—আমরা তো সত্তাহীনতা-নির্মিত প্রতীকবর্জিত সময়-অন্বেষণ।
ঢের বেশি ভয়ঙ্কর—আমাদের অনন্বয়ী অস্তিত্বানুপলব্ধি।

তোমার ছায়া আজ আর ছায়া নয়—
তা এক প্রতিস্ফুট জড়তাদোষগ্রস্ত প্রহেলিকাগ্রস্ত প্রতিফলন,
যেখানে আত্মপরিচয়ের মৌলিক সূত্র পর্যন্ত অজ্ঞাত,
বেঁচে থাকা যেন প্রগাঢ় বহুস্মৃতি-উপেক্ষিত চেতনাবর্জিত প্রতিজীবন।

আমার হৃদয়—এক অন্তর্বিনাশপ্রবণ তামসিক উপপাদ্য,
সেখানে বেদনা নয়—আছে বেদনার নৈর্ব্যক্তিকতা-দ্রবীভূত মহারণ্য।
তুমি অনুপস্থিত বলেই আমি পূর্ণ,
এই হলো অস্তিত্ববাদী বিপর্যয়ের মেরুদণ্ড।

শব্দেরা আজ আর বয়ে আনে না ব্যঞ্জনা,
তারা ভেঙে পড়েছে নিঃসংজ্ঞ প্রতিস্মৃতি-সংলগ্ন নিরবতার কার্নিশে।
ভালোবাসা পরিণত হয়েছে পুনরাবৃত্ত বিবিক্তিগ্রস্ত অভ্যন্তরীণ প্রেতসম্বাদে,
আর আমি—তোমারই এক উপেক্ষিত, বহুত্বশূন্য ছায়াবিস্মৃতি।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।