তাজ এবং…
কিছু কুয়াশা আটকে আছে ঝোপঝাড় গাছেদের মাঝে
বার বার চোখ টানে গাছ পেরিয়ে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেল তাজ-এ,
শীতের সকাল মোহময়ী করে, কুয়াশা ঘেরা, চকমকি সাজ
মহান এ গম্বুজ চেয়েছিলো বানাতে কোনো এক মহারাজ,
দুনিয়া জোড়া কত চোখ চেয়ে দেখছে এ অদ্ভুত দৃশ্য
কুয়াশা মাখা গাছেদের মাঝে যে তাজ অস্পৃশ্য,
না জানি কত কঠোর ইতিহাসের ফল আজও দাঁড়িয়ে আছে
শুধু, কিছু কুয়াশা আটকে গেছে ঝোপঝাড় গাছেদের খাঁজে ||
Subscribe
Login
0 Comments
Oldest