তুই কবিতা জ্বালিয়ে খেলি !
ছোট্ট একটা অবুঝ খুকু,
তুই কবিতা জ্বালিয়ে খেলি,
বুকের ভেতর হাচর পাঁচোড়,
কিই বা পেলি, আধকপালি !
নষ্ট চোখের স্পষ্ট আঁচড়,
মনের কষ্ট, মনের মোচড়
পাগলী যত, দিন ঘুলিয়ে
কাজ ভুলিয়ে পালিয়ে গেলি,
শয়তানি তুই, পাগলী শুধুই,
ইচ্ছে মতো জ্বালিয়ে খেলি !
নয়নতারায় দিলাম লিখে
যেমনটি চাস বাসবো ভালো
মহানন্দে তোরই ছন্দে
নাচব না হয় মন্দ ভালো,
পোষা বেড়াল, অতি বাধ্য,
পায়ে পায়ে যথাসাধ্য
বাজনা বাদ্য গুষ্টিশ্রাদ্ধ,
রোশনচৌকি চোখের আলো
দিলাম লিখে তোর খাতাতে
দাসখতটা সাদা কালোয়
নষ্ট চোখে স্পষ্ট দেখি
কষ্ট কত বাসলে ভালো,
তবুও তোর নয়নতারায়
দিলাম লিখে বাসবো ভালো !
তোর দু চোখে সব্বোনাশী,
কান্না হাসি ভালোবাসা
মুখের কোনে, লজ্জা ছেনে,
গভীর কোনো অভিলাষা,
শরীর জুড়ে নদীর মতো
বান ডেকে যায় শব্দ যত
ডুবজলে কই পাইনে যে থই
জল থৈ থৈ বাঁচার আশা,
তুই কবিতা, ছাতার মাথা,
আমার মাথা আর কে খেলো,
তুই না এলে এই অবেলায়
আটকে কথা দিন ফুরালো,
তুই কবিতায়, এইবারে আয়
একটু আধটু বাসতে ভালো !