তুমি আমার বন্ধু হবে বলো?

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 224 total views

তুমি আমার বন্ধু হবে বলো?

– নির্মল চক্রবর্তী

 

মেঘ বললো আমার সঙ্গে যাবে?

ঐ যে দূরে নীল পাহাড়ের গাঁয় |

ভ্রমর যেথায় খেলে ফুলের সনে

গুনগুনিয়ে গান শুনিয়ে যায় |

নীল পাহাড়ের সবুজ সীমা ঘেঁষে |

সেথায় আমার ছোট্ট একটা বাড়ি |

দুজন মিলে খেলবো আঙিনাতে

আমার সঙ্গে যাবে বন্ধু, যাবে?

 

আমি বললাম –

তোমার সাথে রংধনু মেঘ মেখে,

খেলতে আমার অনেক দিনের শখ |

কিন্তু তুমি একটু সবুর করো –

ইচ্ছে তোমায় সাজাই মনের মতো |

মেলার থেকে আনবো কিনে – বেলোয়ারী চুরি,

কাঁচপোকা টিপ্, আলতা, নুপুর –

মিহিন সুতোয়, হাতে বোনা, টাঙ্গাইল তাঁতের শাড়ী |

 

মেঘ বললো, আমার কি আর সাজার সময় আছে?

যেতে হবে অনেক দূরের পথ |

রাঙিয়ে দিতে তোমার ভুবন, দূরে থেকে আরো অনেক দূরে,

পৃথিবীটার আকাশ জুড়ে রঙিন মেঘের রথ |

আমার কি আর সাজার সময় আছে?

যেতে হয়তো আমার সাথে চলো |

 

বলতে বলতে মেঘ চলে যায়, দূরে থেকে দূরে |

একা আমি বসে পথের ধারে, বন্ধু খুঁজি –

একা আমার স্বপ্ন ডানায় ভর |

তোমরা আমার বন্ধু হবে বলো?

বন্ধু হলে, পৃথিবীটা, সাজাই দুজন মিলে |

রংধনু মেঘ সাথেই আছে |

সারাটা দিন কাটাই শুধু খেলে |

 

সিডনি, ১৭/০৬/২০২০

0

Publication author

offline 2 years

Nirmal

0
I am Nirmal Chakraborty from Bangladesh currently living in Australia. I love writing writing poetry, drama.
Comments: 0Publics: 3Registration: 15-10-2020
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)