তুমি একান্ত আমার
ডায়রির পাতা শূন্য আজও,
শূণ্য মনের কল্পনা।
কবিতা আসে বিচ্ছেদে,
তুই যে আমার পূর্ণতা।
চাই না তোকে নিয়ে করুক অন্য কেউ কল্পনা!
কবিতার লাইনে চাই না আঁকতে তোরই আল্পনা।
চাই না উড়ুক দোখিনা বাতাসে তোর খোলা চুল!
যেমন করে দোখিনা বাতাসে সুভাষ ছড়ায় হাস্নাহেনা ফুল।
তোর পায়ে আলতার দাগ দেবো না আমি লাগতে।
সিজদাহ্ দেওয়া কপালে টিপ পারিনা আমি ভাবতে।
কানে দুল পরবি,নাকে নোলক পরবি,গলায় দিবি হার।
ঠোঁটে আল্লাহর জিকির লিপস্টিকের কি দরকার!
চোখে কাজল মেখে থাকিস বসে হয়ে ঘরের রানী।
মেকআপের কী দরকার থাকতে অযুর পানি।
নুপুর পরিস শব্দ ছাড়া,চুড়ি পরিস সাঁঝে।
চুপিচুপি চাঁদ দেখবো পূর্ণিমা রাতে।
নীল শাড়ি,খোঁপায় বেলীফুল এ-সব কিন্তু খুব গোপন।
তোকে নিয়ে গড়তে চাই পবিত্র এক জীবন!
তোকে ঘিরে হাজার স্বপ্ন নয় কোনো কল্পনা।
যেতে চাই জান্নাতে দূরত্বটা অল্প না।