তুমি কোথায় – অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি তো হাজার একটা স্বপনের জাল রচেছি
তোমায় খুঁজব বলে।
কিন্তু সেই জালে এখন নিজেই আটকে গেছি
তবু তোমায় পাইনি খুঁজে।
আমি তো লক্ষ কোটি বছর ধরে অপেক্ষা করলাম
কবে তুমি আসবে কাছে-
কিন্তু ঐ বছরগুলোই সার হলো তুমি এলেনা কাছে।
আমি কবিতাকে আলোকিত করি চাঁদের জোছনা দিয়ে,
কিন্তু সেই একই আলোয় তোমায় খুঁজে পেলাম না বারে বারে।
আমি দিনরাত ধরে আকাশ কুসুম ভাবার চেষ্টা করি তোমায় নিয়ে,
কিন্তু কেন যে সেই ভাবনার মধ্যে তুমি থাকো না সেই উত্তর খোঁজার চেষ্টা করাটাও বৃথা হয় আমার কাছে।
আমি আমার চিন্তা কল্পনার কেন্দ্রস্থলে যতবার তোমায় আনতে চাই-
কিন্তু ততবার কেন যে তোমায় আনতে পারিনা তার কোনো কারণ জানা থাকে না আমার কাছে।
আমি সর্বনাশা হয়ে গোটা বিশ্বকে ধ্বংস করলাম,
কিন্তু লক্ষ কোটি মৃতদেহের মধ্যে তোমারটা খুঁজে পেলাম না আমি আর।
আমি পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অব্দি তোমায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম।
এত বিলিয়ন বিলিয়ন মানুষকে খোঁজার সময় দেখলাম-
কিন্তু তোমায় খুঁজে পেলাম না কেন জানিনা আর।
আমি আকাশ,পাতাল,গ্ৰহ,নক্ষত্র সর্বত্রই চষে বেড়ালাম তোমায় পাবো বলে।
কিন্তু হায়, কোথাও তোমায় পেলাম না আর!