তুমি চাইলেই পারো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি
চাইলেই পারো
বন্দি রেখা পেরুতে
কাছেই তোমার সুনীল সমুদ্র,
আমি কষ্টের সমুদ্রে হয়েছি ঢেউ;
তুমি চাইলেই উত্তাল তরঙ্গ থামাতে পারো।

তুমি
চাইলেই পারো
মুক্ত বিহঙ্গিনী হতে
কাছেই তোমার স্বপ্নিল আকাশ,
আমি দুঃখের আকাশে হয়েছি মেঘ;
তুমি চাইলেই অবিরাম বৃষ্টি থামাতে পারো।

তুমি
চাইলেই পারো
বাঁধন ছিঁড়ে বেরুতে
কাছেই তোমার সবুজ পাহাড়,
আমি যন্ত্রণার পাহাড়ে হয়েছি ঝরনা;
তুমি চাইলেই ছুটন্ত জলধারা থামাতে পারো।

তুমি
চাইলেই পারো
ফেরারি মন ছুঁতে
কাছেই তোমার প্রেমিকের হৃদয়,
আমি ক্লেশের হৃদয়ে করেছি রক্তক্ষরণ;
তুমি চাইলেই কোমল পরশে থামাতে পারো।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে