তুমি শুধুই তুমি
198 total views
সাঝেরবেলায় মোহময়ী রংতুলিতে আঁকি,
দিগন্তবিস্তৃত সর্বস্ব প্রিয় তোমার প্রতিচ্ছবি,
আবচ্ছায়ার মন ক্যানভাসে তাই তোমাতেই বিস্মৃত থাকি।
জানালা খোলা মন দুয়ারে সকল কল্পনার ভীড়ে,
হারাব আমি দূর অজানায় ফিরব হৃদয়তীরে,
নতুন করে খুঁজব ঠাঁই ভালোবাসার নীড়ে।।
দিবস-রজনী শোনাব অমর ভালোবাসার ধ্বনি,
শাশ্বত আমার প্রেম-বন্দনায় তুমি শুধুই তুমি!!!!!
Subscribe
Login
0 Comments