তুমি হতে যদি
![]()
তুমি যদি এই পথ সীমা হতে
চিরদিন আমি চলতাম তার,
একটি গোলাপ আর বেনী কেশে
ছড়িয়ে দিতাম প্রত্যেক ভোর।
আর যদি হতে সবুজ শ্যামল
তুমি হতে কোন একটি গোলাপ,
হয়তো ফুলের মুচকি হাসির
কাঁপন ধরাতে আমার হৃদয়।
আমি যদি হতে বৃষ্টির জল
অথবা নদীর প্রস্থের জল,
অথবা ফোঁটার ভোরের শিশির
ছুঁয়ে যাবে হাত ছুঁয়ে যাবে পাতা।
তোমার পায়ের।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
ভালো লিখেছেন।
ধন্যবাদ।। কৃতজ্ঞতা