তোমায় কাছে পাবোনা জেনেও ভালোবেসে যাব
তোমায় কাছে পাবোনা জেনেও ভালবেসে যাব, তোমার ভালোবাসা পাবোনা জেনেও হৃদয়ে রেখে যাব।
সূর্য মেঘকে কাছে পায় না,
তবু শ্রেষ্ঠ তাদের লুকোচুরি খেলা এ জগতে।
চাঁদের বুকে কলঙ্ক জেনেও,
সারা বিশ্ব চায় তার জোছনাকে।
তুমি আমায় বাহুডোরে না বাঁধলেও
গান রচে যাবো তোমার বিরহে,
বারেবার দূরে ঠেলে দিলেও-
তোমার শয়নে স্বপনে আমার ভালোবাসা
চাতক সম ডেকে যাবে।
Subscribe
Login
0 Comments
Oldest