তোমায় ভালোবাসছি তোমায় ভালোবেসে যাব
সারা জীবন ধরে তোমায় ভালোবেসে গেলাম
তবুও এ জীবনে তোমার ভালোবাসা পেলাম না।
মৃত্যুর পরও আমি তোমাকেই ভালোবেসে যাবো,
জানি না মৃত্যুর পর আমি থাকবো কোথায় তবে যেখানেই থাকি না কেনো তোমায় ভালোবেসে যাবো।
মনে রেখো তুমি
আমি দেহান্তের আগেও তোমায় যেমন ভালোবাসছি
দেহান্তের পরেও তোমায় তেমনই
ভালোবেসে যাবো।
ইহলোকের জীবনেও তোমায় ভালবাসছি পরলোকের জীবনেও তোমায় ভালোবেসে যাবো।
তোমায় ভালোবাসছি তোমায় ভালোবেসে যাবো।
Subscribe
Login
0 Comments
Oldest