তোমার জন্য

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার জন্য আমি সবসময়ই থাকবো,
‎দূরত্বে বা নৈকট্যে, সবসময় প্রেমে।
‎হৃদয় খুলে রাখবো অপেক্ষায়,
‎যতক্ষণ না তুমি আমার কাছে আসো।

‎প্রেমের নদী গড়ে উঠবে আমাদের মাঝে,
‎তুমি হলে স্রোত, আমি হলাম জল।
‎শব্দে নয়, অনুভূতিতে কথা বলবো,
‎আমাদের প্রেমের গাঁথা হবে অমল।

‎কখনও যদি দূরত্ব এসে দাঁড়ায়,
‎মনে রেখো, প্রেমের বাঁধন মুছে যাবে না।
‎তুমি আমার চাঁদ, আমি তোমার রাত,
‎এই প্রেমে হারাবো না কখনো আশা।

‎তুমি আসলে সব কিছু বদলে যাবে,
‎রোদ ও বৃষ্টির গন্ধে মিলবে মিশে।
‎বাঁশির সুরে, গানের তাল মিলিয়ে,
‎ভালোবেসে উঠবো আমরা, সকল কষ্ট ভুলিয়ে।

‎তোমার জন্য, আমি প্রতিদিন অপেক্ষা করবো,
‎বাতাসে তোমার নাম লিখে রাখবো।
‎হৃদয়ে প্রেমের দীপ জ্বেলে রাখবো,
‎জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে খুঁজে পাবো।

https://youtu.be/RbpPng3zgJw

0

Publication author

0
রহমত উল্লাহ একজন লেখক ও সাংবাদিক। তাঁর বাবা একজন কবি ও লেখক ছিলেন এবং পত্রিকা প্রকাশ করতেন, যা থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করতে তিনি ভালোবাসেন।
Comments: 0Publics: 10Registration: 04-09-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।