তোমার বুকে, ভাসিয়ে দিলাম জীবন
200 total views
আবার এসে দাঁড়াই,
নদীর, ধারে, ধারে,
কতবার করে হারাই,
ঢেউ তোলা জলে।
জাগাও আমাকে জাগাও,
শিহরন তোলো আরও,
তোমার জন্যে, বেঁচে আছি, আজও,
তোমার বুকে ভাসিয়ে দিলাম জীবন।
Subscribe
Login
0 Comments