তোমার হাঁসি
তোমার হাঁসি আমার মনে
জড়িয়ে ভীষণ গেছে,
যেমন করে খুব সকালে
শিশির পায়ে মেশে।
যেমন করে তোমার হাঁসি
ঐ সরিষার ফুল,
যেমন করে শিশির ভেজায়
ঘাসের মাথার চুল।
তোমার হাঁসি লুটিয়ে পড়ে
হলুদ গাঁদার গায়,
তোমার হাঁসি উড়িয়ে নিলো
খোঁপা চুলের বাঁয়।
তোমার হাঁসি ছড়িয়ে পড়ে
সারা জাগা সকাল,
তোমার হাঁসি খুব সকালে
দেখতে রোদের কাঙাল।
Subscribe
Login
0 Comments
Oldest