তোমায়
248 total views
আমার জন্য তোমায় কষ্ট করতে হবে না
হবে না তোমায় মাঝ রাতে বরষায় ভিজতে
হবে না ঠাটা পড়া রোদে দাঁড়াতে,
কষ্ট করা বুকে জরিয়ে একবার বলো ভালোবাসি
সুধু এই টুকু বলেই হবে
তোমায় কষ্ট করতে হবে না
সুধু কোন এক বিকালে
হাটতে হাটতে আমার বিরক্ত কর কবিতা শুনে একবার বলো ভালোবাসি
আমি তোমার জন্য এক গোছা গোলাপ নিয়ে না আসতে পারলেও
একটা আস্ত গোলাপ নিয়ে আসবো
তুমি হাতটা শক্ত করে ধরে বলো ভালোবাসি
তোমায় কষ্ট করতে হবে না
Subscribe
Login
0 Comments