থাকবো আমি লুকিয়ে
তোমার বিহনে
আজ আমি এখানে,
আলালের ঘরের দুলালি বলে
আমায় সব ভুলালি।
ওগো জান ময়না,
এই না-ও তোমার আয়না!
তোমার এতো সব বায়না,
আমার আর প্রানে সয় না।
মনটা তোমার দিয়ে
প্রানটা আমার নিয়ে,
লুট করে সব কিছু
ফুট করে ধরলে কার পিছু।
তোমার আমার সব জানা,
মানতে নেই আজ কোনো মানা।
প্রেম-প্রেম খেলা করি সারা বেলা,
এক মোবাইলে চার সীমকার্ড ভরা
সর্বদা চিন্তায় থাকি কখন খাই ধরা।
ভ্যালেন্টাইন্স ডে-তে সবাই
প্রেম করে চুটিয়ে,
প্রেমিকাদের ভয়ে এবার
থাকবো আমি লুকিয়ে।
সালমা
Subscribe
Login
0 Comments
Oldest