প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি বেঁচে আছি,স্বপ্ন দেখার উল্লাসে- বেঁচে আছি।
আমি বেঁচে আছি,বাস্তব কে কঠিন করে পাব তাই- বেঁচে আছি।

আমি এক ক্ষুদার্ত নিশাচর, দু চোখের ক্ষুব্ধ কামনা কে গ্ৰাস করব তাই – বেঁচে আছি।
শুনেছি অভাব যখন দরজায় কড়া নাড়ে,ভালবাসা জানলার পথ ধরে ।  আমি বেঁচে আছি,স্বভাব দিয়ে অভাব কে জয় করা আশায়।।

আমি পরোয়া করি না কার ও, নিরাশ জীবনে এক শতছিদ্র ধর্মের ছাতা নিয়ে ঘুরে বেড়াই আশার আলো র কাছাকাছি, এক নিঃশর্ত প্রত্যাশা পূরণের দাবিদার হয়ে বেঁচে আছি।।

নিরব রাত্রি যখন খেলা করে চাঁদ তারার গোধূলি ময় সৈকতে,                       আমি তখন বেঁচে থাকি কামানল জ্বালিয়ে মনের কোণে যৌনতার জগতে ।

তৃষিত দৃষ্টি দিয়ে গিলতে থাকি নিদ্রিত প্রেয়সী র দেহ লাবণ্য ,                সীমাহীন যন্ত্রনার মাঝে ক্ষনিকের সুখ পাব তাই – বেঁচে আছি।

এই ভাবে বেঁচে আছি বান্ধবীর মিঠে টিটকারি শোনার আশায়,                বাঁচব শেষ নিঃশ্বাসে বন্ধুর চোখে র জলে বিদায় দেওয়া র ভাষায়।।

0

Publication author

offline 3 years

বেপরোয়া

0
এ যে সুরের ভাষা, ছন্দের ভাষা, প্রানের ভাষা, আনন্দের ভাষা
Comments: 0Publics: 3Registration: 19-09-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে