দূর্গাপূজা
160 total views
দূর্গাপূজা
হাকিকুর রহমান
ঢ্যাম কুড়কুড়, ঢ্যাম কুড়কুড়
বাজছে পুজোর ঢোল
দুর্গাদেবীর আগমনে
তুলছে সবাই বোল।
ছেলেমেয়ে, ছোটবড়ো
গাইছে সুরে গান
ঢাঁকের তালে, ঢোল-ডগরে
বাড়ছে বেজায় তান।
দেবী আসলেন দোলায় চড়ে
যাবেন দেবী গজের পরে
আসুক প্রাণে খুশীর ধারা
থাকুক সবার মনটা ভরে।
মঠে মঠে চলছে পুজো
চলছে দেবীর আরাধনা
ধরায় বহুক সুখের ধারা
বাড়ুক সেথায় নিবেদনা।
Subscribe
Login
0 Comments