দ্বন্দ্বে মিল হো’ক
আমি কমরেডকে নিয়ে স্বর্গে যেতে চাই।
অবশ্যই আমি আগে আগে যাব
ও দিকে কমরেড আমার স্বর্গ নরকে অবিশ্বাসী
যদিও তাঁর দেবগণ। ফলস্বরূপ
আমাদের চারপাশ দ্বন্দ্বে ম ম করছে
কিন্তু এই দ্বন্দ্বে বেশিক্ষণ দোলা যাবে না।
কমরেড মিছিলে যাবেন, একদম সামনে হাঁটবেন
আর কমরেডকাতর হয়েও আমি শব্দে শব্দে মৌ খুঁজতে বেরোব। যার যেমন অভ্যাস!
অতএব একটা রফা হ’তে পারে।
পৃথিবীতেই কোথাও একটু স্বর্গ বানিয়ে নেব আমরা
কিম্বা স্বর্গে নিজেদের জন্য পৃথিবী বানিয়ে নেব।
ভালো ছাড়া মন্দ হ’বে না।
পার্থিব কমরেড পার্থিব মৌ অথচ স্বর্গের অপার্থিবতা নিয়ে মতভেদ!
সবচেয়ে সরল যোগ করলেও বড় মাপের
সমস্যা, এ রকম রফা ছাড়া
স্বস্তিতে মেলামেশার উপায়ও নেই।
আছে জীবনব্যাপী পথসভা ও মিছিলের তাড়া,
তাই তো ফুলের মালা ও মেলা লোক ছাড়াই
নিজেদের মেলাতে হবে এই ভবে।
আমাদের মধ্যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ নয়,
দ্বন্দ্বে মিলুক স্বর্গ।
Subscribe
Login
0 Comments
Oldest