অধরা প্রেম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
বইমেলায় হাত ধরে হাঁটতে,
বিকেলের নরম রোদে ফুটপাতে দাঁড়িয়ে;
ফুচকার ঝালে তোমার রক্তিম কপোল ছুঁতে।

তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
সৈকতের পার ধরে ঘুরতে,
টলমলে নোনা জলে ভেসে ভেসে;
ফেনিল ঢেউয়ে তোমার সাথে জলকেলি খেলতে।

তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
জ্যোৎস্নায় বালি দ্বীপে বেড়াতে,
ভাটার পরে টানাহ লট মন্দিরেতে;
তোমার কপালে তিলক এঁকে সূর্যাস্ত দেখতে।

তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
নীলগিরির মেঘের ভেলা ধরতে,
উষ্ণতার চাদরে হিমশীতল চন্দ্রিমা রাতে;
বক্ষের আলিঙ্গনে জড়িয়ে তোমায় একটু ভালবাসতে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে